ভারত-চীন দ্বন্দ্ব চীনের আচরণ আঞ্চলিক নিরাপত্তার জন্য হুমকি মনে করেছেঃ মনে করছে ভারতীয় বিশ্লেষরা ।
সীমান্ত ইসুতে থামছেনা
বাগযুদ্ব; সংঘাতের শঙ্কা
ভারত-চীনের মধ্য সীমান্তে উত্তেজনা বেড়েই চলছে রাশিয়ার মধ্যস্থতায় শান্তি আলোচনা
হলেও বাস্তবায়ন নিয়ে তৈরী হয়েছে ধোয়াশা দিল্লির অভিযোগ নিয়ন্ত্রন রেখায় সেনা
প্রত্যাহার সহ কোন শর্তই মানছেনা বেইজিং, তবে শি জিং পিং প্রশাসন বলছে আঞ্চলিক এখন
সামরিক ও কুটনৈতিক পর্যায়ে আলোচনা চলছে ।
সীমান্তে সংঘাত নিরসনে চীন এবং ভারতের মধ্যো বিভিন্ন পর্যায়ে দফায় দফায় বৈঠক হলেও ফলপ্রসু কোন সমাধান আসেনি এর জেরে গত মঙ্গগলবার পার্লামেন্টে দাঁড়িয়ে চীনের বিরুদ্বে অনেকটা রণ প্রস্ততির ঘোষনা দেন ভারতের প্রতিরক্ষা মন্ত্রি রাজ নাথ সিং, “মস্কোতে চীনের প্রতিনিদিদের সাথে অনবরত আলোচনা হয়েছিল সেখানে তাদের সেনা মতায়নের এবং স্বেচ্ছাচারী আচরণ নিয়ে খোলা-মেলা আলোচনা হয়, ভারত সব সময় শান্তিপূর্ণ সমাধান চায় সেই বার্তাই দিয়েছিলাম কিন্তু তারা কিছুই বাস্তবায়ন করছেনা ভারতের ভু-খন্ড এবং সার্বোভমত্ত রক্ষায় সব সময় প্রস্তুত আমরা”
ভারতীয় নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, নিয়ন্ত্রন রেখায় চীনের আগ্রাসী মনোভাবে গোটা অঞ্চলি
অনিরাপদ হয়ে উঠতে পারে। চীন যেভাবে আগ্রাসি আচরণ করছে তা সত্যি চিন্তার কারণ, কারণ
তারা কৌশল গতভাবে সীমান্ত ছাড়তে চায় না আমার মনে হয় বেইজিং যে অবস্থান নিয়েছে তা আঞ্চলিক
শান্তির জন্য হুমকি। তবে, বেইজিং বলছে ভারত কেবল আন্তরিক হলেই কেবল মস্কোর সিদ্বান্ত
বাস্তবায়ন সম্ভব এজন্য প্রয়োজনে আবারো বৈঠকে বসার আহবান চীনের, মস্কোর আলোচনায়
সীমান্তের উত্তেজনা নিয়ে শান্তিপূর্ণ সিদ্বান্তে পৌছেছি আমরা এনিয়ে সামরিক ও কুটনৈতিক
পর্যায়ে আলোচনা চলছে আশা করব ভারত আন্তরিকভাবে সব সিদ্বান্ত বাস্তবায়নে সহায়তা
করবে, প্রয়োজনে আবারো দু’দেশের পররাষ্ট্রমন্ত্রি পর্যায়ে বৈঠক হবে।
গেল বৃহস্পতিবার রাশিয়ার মদ্যস্থতায় তিনপক্ষের বৈঠকে সীমান্তে সেনা সংখ্যা কমানো সহ পাচটি বিষয়ে ঐকমতে পৌছেছে চীন-ভারত। জুনে সীমান্ত সংঘাতে বিশ ভারতীয় জোয়ান নিহত হওয়ার পর থেকেই টানা পোড়ান চলেছে প্রতিবেশি দুটি দেশের মধ্য
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন